তুমি আমার স্বপ্নে যখন আকাশ এনে দিলে
তারার মত জ্বলতে গিয়ে হারাই নিখিলে।
তারপরে এই মহাজীবন মহাকাব্যের মতো,
এ কাহিনী লোক খাবে খাক আমায় খাবে কত?
আমি কি আর জ্বলতে পারি ঢাল তলোয়ার জ্বলা?
মাটির রঙে পোড়া মাটি থাকি নিস্ফলা।
তবু তোমার স্বপ্ন কত জলরঙে মূল আঁকি,
একলা জীবন বৃথাই কেন এমন মাখামাখি?
আমি ও ভাবি লুকিয়ে তোমায় অন্যরকম টানে,
ভুলতে গিয়ে যাই ভুলে সেই ভুলতে পারার মানে।
এই মানে সে কেউ বোঝেনি ভাবছি যত বার ই
ছড়িয়ে ঘৃণা আবার দেখো ভালবাসতে পারি!
ভালোবাসা! ভালোবাসা! একটুতো চুপ করো!
একলা জীবন এইতো ভাল, তবু যে হাত ধরো?
হাত ধরে আর ছাড়ার কথা ভাবছো যদি ফের
কী লাভ এমন ছবির মত জীবন আমাদের?
আমি তবে লক করে দেই? খুব কী মনস্থির?
ভালোবাসা! ভালোবাসা! মিল মাখা তকদির।