পাঁচ টাকা সম্মানি বেড়ে হলে পাঁচশো
আঁচ করো তা দিয়ে কি তুমি খাচ্ছো?
কারো পাঁচ লক্ষ, কারো পাঁচ হাজারে
চুলকায় মাথা রোজ গেলে হাট বাজারে?
সাত বার ভাবে কে সংসার চালাতে?
দশবার লুকোচুরি হয় এই জ্বালাতে!
বাজারের রাজাতে দেবে কেবা দুঃখ?
অভিযোগে লাভ নেই, তারা বড় মূখ্য!
মাতে তারা গদি পেয়ে চুবাচুবি তত্ত্বে।
মাঝখানে বেঘোরে মরে লোক মর্ত্যে।
কচুঘেঁচু খেয়ে পোস্ট দাও আছি স্বর্গে
রাজাদের খুঁজে কেউ পায়নাকো মর্গে।