কষ্টগুলো লুকিয়ে গোপন করে
ছড়িয়ে হাসি অনেক আপন করে
তোমার সাথে আড্ডা হবে জমে
বৃষ্টি ভিজে শাওয়ার পুরোদমে।
তুমি যদি বাজির ঘোড়া ছোটাও
পাবেনা প্রেম এক ছিটেফোটাও
বালু বেলার খারাংখালির মোড়
কেউ দেখেনি এমন আগে ভোর।
তো হয়ে যাক, তাইরে নাইরে নাই
তোমার মনের ব্যাকুলতা নাই?
মিছে কেন লজ্জাতে মুখ ঢাকো
আঁকতেপারো? আমার ছবি আঁকো!