এই শেষ কাঁটাতার বেড়া
সীমানার মাপে,
একশো জমিন পুড়ে ছাই
দেমাগের তাপে।
পুড়ে পুড়ে ছাই প্রতিবেশী
মায়া হয় নাই,
এই শেষ কাঁটা তার কবে
বাজিয়েছে মধুর সানাই?
ঘুরে ঘুরে তাই যদি কিছু
খুঁজে খুঁজে পেয়ে যাই?
এ খোঁজ করে কত শত
কাহিনীর মূলে,
শিকড় খুঁজে যাই যেন
ভুল ভুল ভুলে।
এই পদ্মা মায়া জলে
ঘুরে মেঘনা খাড়ি,
ঘুরে ফিরে সারাদেশে
এই বাংলায় বাড়ি।
****
এই শেষ কাঁটাতার বেড়া
সীমানার মাপে,
একশো জমিন পুড়ে ছাই
দেমাগের তাপে।
পুড়ে পুড়ে ছাই তবু ছবি
দেখা হয় নাই,
ঘুরে ঘুরে তাই যদি কিছু
খুঁজে খুঁজে পাই?
এ খোঁজ করে কত শত
কাহিনীর মূলে,
শিকড় খুঁজে যাই যেন
ভুল ভুল ভুলে।
এই পদ্মা মায়া জলে
ঘুরে মেঘনা খাড়ি,
ঘুরে ফিরে সারাদেশে
এই বাংলায় বাড়ি।