শিশির যখন টুপটুপটুপ
ঝরছে পাতায় পাতায়
শীতের কাব্য গাঁথায়
হচ্ছে লেখা চুপচুপচুপ
এই প্রকৃতির খাতায়।
হাসছে যেন ঘাসের ডগায়
মিষ্টি কত হাসি
মুক্তো রাশি রাশি
এমন দেখে মন খারাপের
দিন ও ভালবাসি।
দেখলে লাগে বড্ড ভাল
সুখের ছায়া পড়ে
অনেক মায়া গড়ে
হাত বুলিয়ে ভিজিয়ে যেন
সুখের আবেগ ঝরে।
শিশিরভেজা এই সকালে
টুপটুপটুপ গাছে
স্বপ্ন হয়ে নাচে
আজকে শিশির ভালবাসার
লক্ষ কারণ আছে।