প্রতিদিন পনের মিনিট
আমার জানালার আকাশে যতদূর চোখ যায়
তোমাকে দেখি
প্রতিদিন পনের মিনিট
এভাবে পনের দিন পেরিয়ে
পনের বছর পরে
চন্দ্রনাথ পাহাড়ের মেঘে মেঘে
তোমাকে দেখি
শুধু তোমাকে দেখি
পুরানো স্বপ্ন দেখি
যেন অবিকল তোমার আঁকা মুখ দেখি!

কিছু সময়ের জন্য
আমার দুচোখ যেন অবিশ্বাসের মাত্রা লিখে রাখে
চিমটি কেটে কেটে
নিজেই নিজের নাম জিজ্ঞেস করি;
বলোতো, এই দ্বন্দ্ব অবেলায় দিন যতো যায়
আমার ভিতর জুড়ে কেন বলে মায়াবী আবেগে
শুধু তুমি, তুমি তুমি?

শ্যামল প্রবাল নয়
সেইন্ট মার্টিন সে-তো বহুদূর?
উত্তাল মোহনার জলে জীবনের দাগ মোছে না!
শিরিষের বনে পাতার আওয়াজ যেন
আমার জানালার কাঁচ খচখচ করে এখনো!
অতি সন্তর্পণে, নিরনিমিখ চেয়ে থাকা চার চোখ
বোকামি করে বসে যেন বারবার
আর শেষমেশ ভালবাসা নিয়ে বলে
অবশেষে অদ্ভুত আবেগে....
তুমি, তুমি, তুমি!