তুমি আর তোমাদের
আমি আর আমাদের
রাজ‍্যটা বড়,
আর যারা ভিখারী
কী চতুর শিকারী
খাই খাই করো!
যা ছাড়, দূর হ
ঐখানে মরো!


আমি চড়ি কত যানে
বাড়ি আছে গুলশানে
আর বারিধারা,
আর যারা কাহাতক
হাত পেতে পলাতক
ছি ছি ছন্নছাড়া!
যা ছাড়, দূর হ
পথ ছেড়ে দাড়া।


কে আসে দরজায়?
লকআপের খরচায়
বুক করে দুরু,
আর যত শ্রমিকে
নেচে গেয়ে কমিকে
কোচকায় ভুরু।
দিন শেষে বেঘোরে
ঘুমে রাত শুরু।।