তুমি আর আমি কার পটে রাখা বৃষ্টি
অপাত্রে এ গাত্রে পঁচা বাসি দৃষ্টি!
করে হাল বেসামাল বিষম বেগে
খাই খাই যায় নাই ভিক্ষা মেগে!
যদি পাই বসে যাই এ হেন লোক
ঝলোকে পাবে সার তা সত্য হোক
তারপর নিরন্তর শুরু হবে খেল,
মাথা ঘুরে পড়বে কত যে  আতেল!