তুমি যখন রাত্রি হবে
গল্প হবে দাদা,
শুনতে মজার গল্প যে
লাগবে নাতো সাধা।

ঘুম পেয়ে ধুম বাবার চোখে
দাদীতো নাক ডাকে,
আমরা দুজন বডড সুজন
বোকা বানাই মাকে!


মা ডেকে কয় দুই বুড়োটা
ঘুমো এখন আরে,
জাগলে এমন রাত্রি বেড়ে
ভোর ও হতে পারে!