তুমি বলেছিলে রাত্রির তাঁরা দেখাবে
বলো আমার দু'হাতে হাত না সরাবে।
মিটিমিটি যেই তাঁরা জ্বলবে
তুমি কী দেখে কিছু বলবে?
সেই তাঁরায় তারায় তুমি কী হারাবে?
অনুভবে যতো মায়া মমতায় টানছে
পাথুরে মন বলে যায় সে হার মানছে
তাঁরা ঢাকে যতোবার মেঘে
কাঁদে প্রাণ পুরানো আবেগে
কথা রাখো, না হয় আমায় ও হারাবে।