তোমার শহর ছেড়ে যাবার ইচ্ছেগুলো বড়
টালবাহানা দেখিয়ে রোজই হচ্ছে জড়সড়।
বুঝতে পারি এখানে রোদ, তোমায় ছুঁয়ে ছুঁয়ে
মেঘের ওপর ভর করে জল, পড়ছে যেন নুয়ে।

ভিজিয়ে দেবার এই বাসনায়, একলা রাজি নই
তুমি ও এসো, না হয় আমি, বাঁধাবো হইচই।
অনেকটা দিন, অনেক বিকেল, ডায়েরিতে জমা
অভিমানের পাহাড় দিলাম তোমায় প্রিয়তমা।

কাসুন্দি ভুল, বরই আচার, তেঁতুল কী বাদ যাবে?
জলপাই দিন ফুরিয়ে গেলে তখন সময় চাবে?
বড় কত রসুন দেখি, চুইঝালে দোর সাটা
আচার আচার! মশলাপাড়া শব্দে মাতে গাঁ টা।

চৈত্র গেল, বোশেখী দিন রৌদ্র ছায়ার ঘুমে
আচার, আচার, ব্যাপার কবে, হবে এ মৌসুমে?
বৌ শস্য কোট, পাগল করা চোখ গেল ঐ পাখি
আচার আচার অভিমানে করছে মাখামাখি।

হুমকি দিলাম তোমার শহর আটকাতে পারবেনা
বুঝতে যখন পারবে বেড়ে যাবে অনেক দেনা।
ঘূর্ণি বাতাস বোশেখী দিন একটু একটু করে
আষাঢ় আসার আগেই আচার আসুক ঘরে ঘরে।

ছন্দ: মাত্রাবৃত্ত ( প্রতি চরণে মাত্রা  ৬+৬=১২)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে