তোমার কথা মনে হলে শুধু
আকাশের তাঁরায় তাঁরায় খুঁজি আজও
ভালোলাগা অপলক দৃষ্টি বিনিময়ে।
মন খারাপের দিন
ভুলে যাওয়া প্রিয় নত মুখ;
তোমার ফিরিয়ে দেওয়া সেই অভিব্যক্তি,
লুকানো কান্নার হানা,
হেসে উড়িয়ে যখন
আড্ডায় সঙ্গী হয়েছি!
এরপর থেকে নিজের অজান্তে কখন
ফ্যাকাশে দুচোখ যেন ক্রমশ হিংস্র হয়ে
তছনছ করেছে বিভোর সেই স্বপ্ন দামাল!
এখন যে আমায় দেখো
তার কোনো বন্ধু নেই।
স্বপ্ন নেই।
বখে যাওয়া জীবনের ভার
যা দেওয়া শুধুই তোমার!
তুমিতো জানো আমার
এমন বন্ধু নেই
ছিলো না কখনও পূর্বে
যার কাছে হালকা হতে পারি
চুপটি করে তাই সারাটা বছর অপেক্ষা!
বরষার জলে ভিজে আমি সবকিছু ভুলতে শিখেছি।
ভেঙ্গে যাওয়া জীবনের পথে
এরচেয়ে বড় কী পাওয়ার?
এক মুঠো রোদ্দুর তাই
আমার অসুখ
বুকের ভিতর নিত্য জমে জমে পাহাড় হচ্ছে
কষ্টের পাহাড়!