জীবনের সাথে বেদনার মিল রাত্রি
খুঁজে দেখো তুমি সেই কোনো কালো দিক
সাথে কেউ আর পাবে না সাহসী যাত্রী
একাকী তোমার হতে হবে সামরিক।
কুচকাওয়াজ শেষ। ফুটবে পটকা-বাজি
আলো ঝলমলে সন্ধ্যা ও আসবে নেমে
শরতের শেষে শিশিরের কারসাজি
বেইমানি ঘাম দরদর পড়বে ঘেমে।
ঈশানের কোণে ঝড়ের আভাস শুনে
ঘণ নিশ্বাস বেড়ে যাবে আবেগে
তবে কোন আশায় স্বপ্নের জাল বুনে
নিশ্চিত ঘুম হারাবে জেগে জেগে?
শুধু কবিতায় লিখে লিখে অবিরত
বিস্মৃত কোনো প্রেমিকের পরিণাম
জীবনের ভুল আরো হতে উদ্যত
তবু ভালবাসা তোমাতেই বাসিলাম।
ছন্দ: মাত্রাবৃত্ত