তিলকে বেতাল
ঝিলকে বিশাল
ভাবতে পারো বসে,
কয়টা পাখি
ডাকছে তা কি
মিলাও অঙ্ক কষে?
কিচ্ছুতে মন
বিচ্ছুটে বন
ছাড়তে পারে নাকো,
এই তাড়াতে
রাত বিরাতে
আমায় কেন ডাকো?
আমি যদি
নাড়াই গদি
হুকুম তবে কার?
আই কিচ্ছু না
কেউ বিচ্ছু না
চলছে তো সংসার!