মন বেঁধে রঙ কথায় কথায়
খামখেয়ালেই চলবে ক্ষণ?
দুষ্টু বলেই পার পাবে হায়
ঠুনকো এমন তোমার মন?
ঠুনকো এমন যখন তখন
ইছামতির পাড় ভাঙা রোদ
ঠিকরে পড়ে ভাবের মনন
দেখেনি কেউ সে প্রতিশোধ।
জ্বলছে এবং জ্বলবে বলে
সড়কে যেই মিছিল যায়
বুকের মধ্যে তোমার ছলে
জ্বলছে তা কে দেখতে পায়?