একটানা সুর এই বাতাসের
ঐ এতো দূর ঐ আকাশের
খুঁজতে খুঁজতে তারা
একেবারে দিশেহারা
যদি বলি থাম
বাঁধা পায় দম
থমকে প্রেম
কেন এলেম?
বল?
চল।