পটল ফেরি করবো কতো
পেঁয়াজে ঝাঁজ কড়া
মাছের বাজার এসে আমার
চক্ষু ছানাবড়া।
তেলের শিশি পাঁচশ আশি
যে শোনে দেয় কাশি
মুদির বাজার এসে আমার
কান্না লুকায় হাসি।
ছেলের কলম মায়ের মলম
সব বাজারই গরম,
ওষুধ কিনতে পকেট ফাঁকা
লজ্জা লাগে চরম!
যতই বলি কিনবোনা গোশ
বাড়ে হরেক দোষ
আসলে এই পকেট ফাঁকা
সবাই নন্দ ঘোষ!