তেলের দামে বেল কিনে লোক
দাঁত কেলিয়ে হাসে,
বুঝতে বাকি না দেরি হোক
হাওয়ায় হাওয়ায় ভাসে।

কত লোকে তাই নিয়ে
মুখের কথা সব ছিনিয়ে
রাষ্ট্র করে ঢোল মাতায়
বলতে গেলে তারাই বোবা
রাজনীতির লেখা খাতায়
দোষ যদি তাই কবা!

হবা তুমি রাজ আসামি
চুপটি করে থাকো,
ইহার চেয়ে শতেক ভালো
বলতে পারি নাকো।

মাত্রা : স্বরবৃত্ত