আনমনে ভেবে যাই বাড়ে ভাবাভাবি
শেষমেষ কেন তুইও কী টাশকি খাবি?
কাঁচা লঙ্কা ঝাঁঝ দুশো, আলু কেন ত্রিশ?
এই কথা মিছে হলে কষে দুঘা দিস!

পটলের পুটলা কাঁচা লবণ সমান
মাছের বাজারে বাবু থাকেনাতো মান!
তেলের বাজার কড়া, কেন কড়াকড়ি?
চাল কড়া, ডাল ও কড়া, কড়া গ‍্যাস বড়ি!

যতো বলি দোকানি বলে বাপু তেল,
দাম নিয়ে বাড়াবাড়ি? তারই যতো খেল
বলি শোনো, তেলমারা এখন কী বন্ধ?
ভারতের সাথে তার গোপন কী সমন্ধ?

ছন্দ-মাত্রাবৃত্ত ( প্রতি চরণে ১২ মাত্রা)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে