রাত্রি যাবে দিন পেরিয়ে কত
ভুলে যাবার লগ্ন যাবে ভুলে,
একশো বারে মনের মধ্যে তত
উছলে পড়ে সেই ছবিটি দুলে!
তখন খুঁজছি বলে নাড়বে কাড়া
এই শোনোনা এলাম ফিরে দ্বারে,
শিকল দোলার শব্দে ঘুরে দাড়া
বলনা কথা আমায় একটি বারে!
ছবির মানুষ সামনে পাবার সুখে
আমার কিন্তু হয়নি এমন আগে,
তাই বলে এই স্বপ্ন রাখা বুকে
স্বপ্ন ধরে রাখছি অনুরাগে।
তুমি তখন স্বপ্নহীনা কেউ
যাকগে এসব আমার ভাবার নয়,
যাচ্ছে চলে জীবন নদীর ঢেউ
আমার বেলা শুধু এমন হয়?