সুনসান নীরবতা ভেঙে যত সুর
টুপটাপ শব্দের এতো ভাংচুর!
পাতায় আলোর ঝিলিক দিয়ে জোসনায়
তারাদের জাগিয়ে কারা যে ঘুমায়?
কার সাথে এতো কথা গল্পের ভীড়?
সবুজ মাঠের ক্ষেত ফেটে চৌচির।
চাতকের কতো যে মেঘ মেঘ খেলা,
গ্রামে আছি, তুমি ও এসো এ বেলা।
দেখা হবে হিজলের এ নদীর পাড়ে
ঘুমঘুম কেটে যাবে এলে আদাড়ে।
যারা আছে চেনাজানা গল্পের রাজা
ওপাশে দাদুদের হেসে বাড়ে সাজা।