এই শীতে রোদ উষ্ণতাতে
তোমার এতো শূন্যতা,
ডাকলে পারো আগের মত
অনুভূতি কেন ভোতা?
শিশির যেমন মন পাহারা
রাত্রি কালো ভয়ে
তোমায় তাতো বলেছিলাম
প্রেমের অভ্যুদয়ে।
মনটা তোমার ঝিল পাষাণে
সখ্য অনেক গোপনে,
লাল গোলাপের স্বপ্ন সেতো
বয়ে গেলাম এ মনে।
বক বসেনা, শীত পাখিও
এই বেলা ঠায় দাড়িয়ে
তোমার মত লুকোচুরি ও
হারিয়ে গেছে মন নিয়ে।
এই মাঠে চরিয়ে শীতের
যতো সেই ওম খুজি
একটু হাওয়া উত্তরী তার
পড়ছি যে সোজাসুজি।
যতই বলি কষ্ট ভুলেই
ওম পেতে যাই কাছে
ফ্যাকাশে এক মুখে বলে
কীই বা করার আছে?
চাইনা কিছু,পাইনা কিছু
মন খারাপের নাই,
অন্তত এই দুর্দিনে সেই
মনটা ফেরত চাই।