স্পর্ধার ঘাম ভেজেনা আঁচল বর্ষা জড়ানো শাড়ি
দক্ষিণা তুমুল হুহু মিছে তড়পায় সারা বাড়ি।
কখনো মেঘের শাদা একগাদা নরম তক্তপোশ
বিষাদের বায়ু বয়ে আনে বৃথা বিজলি বাতির দোষ।
রাত বেড়ে বেড়ে পুরানো স্মৃতি হাতড়ায় যে দাম
বিনে পয়সার ভালবাসা শুধু তড়পায় অবিরাম।