সরষে ফুলের সাথে হলুদের রঙ
মৌমাছি মিশে যত রোদের ভড়ং
ঝিকিমিকি করে দিন পাখির বাসা
মাঠে মাঠে কৃষাণের বুকভরা আশা

ঘুরেফিরে এই চর নদীর দু 'কূল
ভাললাগে বালিহাঁস ডানায় তুমুল
ঘুড়ি ছাড়ি আকাশে যত ডানপিটে
এই সব শৈশব লাগে বড় মিঠে।

ঝাপটানো রোদ্দুরে শিকারীর চোখ
সুন্দরের এপাশে যেন ছোট্ট নরক!
সজাগ থেকো ফের এলে হানাদার
এ আমার বাংলা তোমার আমার।