কবিতার কথা স্বপ্ন গিয়েছে জেনে
দেখেছে সৌখিন পরিযায়ীপাখিদের।
বালুবেলা ঘিরে সারাবেলা লুকোচুরি
শেষ হয়।খেলা জমে থাকে ঢের।
বৃষ্টিবিহীন মেঘে।সাতসমুদ্দুরপারায়ে
স্বপ্ন ধরার নেশা।জেগে রয় চোখ।
অবিরাম অবিচল।কার জেনে রাখো।
স্বপ্নখেকোর এ বংশই ধ্বংস হোক।
নতুন পলিতে কৃষাণের চোখ যেন
জলোচ্ছ্বাসের ভয়েতে কাপায় আশা
তবু কবিতার বুনবেই বীজ শত
কতযে প্রাণের জাগাতে ভালবাসা।