এমন করে ভাঙবি যদি
মুখের তোপের এমন ছিরি?
মিলাতে যাই যেই ছবি
সবাই করে রিরি রিরি!

শক্ত করে ধরবি যদি
আলগা তবে কেন বাঁধা?
মন এমন যখন তখন
খাচ্ছে কুরে যেন ধাঁধা?

আলগা হবি বলগা হরিণ
ভালো এমন করে বাঁচা,
আমি কিচ্ছু নাইবা বলি
কেন বানালি এ খাঁচা?

খাঁচার মধ্যে ঢুকবি এখন
পাশের দেশে কাজ কী তোর?
চট করে তুই ঢুকবি বলে
করবোনা একটুও জোর।


ছন্দ : স্বরবৃত্ত