জল ছুঁই ছুঁই বৈঠা ঘায়ে
এপার ওপার করবো নায়ে
বিকাল বেলা পড়ার শেষে
ঘাট পেরোবো হেসে হেসে।
কত জনের পার করে রোজ
কেউ করেননি মাঝির খোঁজ
দেখে মাঝির এই উপকার
ইচ্ছে জাগে মানুষ হবার।
তাই শোনো মা বলে রাখি
মানুষ হবার স্বপ্ন দেখি
সবার মুখে ফুটিয়ে হাসি
থাকবো দুখে পাশাপাশি।