এ মাটির গন্ধ বড় সোদা সোদা লাগে,
সবুজ মাঠের মায়া প্রতি বুকে জাগে।
রূপকথা চুপকথা যায় মুখে মুখে,
কতশত ছবি সেটে আছে বুকে বুকে!

এইখানে এই মাঠ সবুজের পত্র পাঠ,
সারা বাংলার পথে জমা পাওনা বিরাট।
পাহাড়ের বুক চিরে কত শত নাম,
তেরশো নদীর ঢেউ বহে অবিরাম।

দ্রোহ জ্বালা নজরুল, ছড়া ফররুখে
দেশ নিয়ে ভালোবাসা গাঁথা আছে বুকে।
এতো তাজা রক্তের দামে কেনা মাটি
দালাল তোমার বুকে পা তুলে হাটি।

আবারও শকুনের চোখ যদি পড়ে
মিছিল নামবে শত শ্লোগানের ঝড়ে
বুক পেতে মুষ্টিতে ঐক্যের সুর
দেশ নিয়ে ভালবাসা বুকে ভরপুর।

ছন্দ: মাত্রাবৃত্ত ( মাত্রা ২+২+২+৩+৩=১২)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে