পোড়পোড় জীবনে ছবি পুড়ে শেষ
কয়লা জীবনে সে বিলীন আবেশ।
যত চাই বের হতে পুরোনো সানাই
বেজে ওঠে সকরুণ মিনতি সাফাই
দাও দাও দগ্ধ সে যদি না কাঁদায়
ঠুনকো প্রেমই ভাঙে ছোট্ট বাঁধায়।
বৃষ্টির ছোঁয়া যাতে কান্নাটা চেপে
দেখো এ তল্লাটে প্রেম যে মেপে
এইসব পাগলামি হবে নাকি ভান?
তুলসী রসের সাথে শব্দ আছান!
ভেবে ভুল এই শেষ প্রেমের বয়ান
কলজে কাবাব করে কেন হবে ভান?