স্বপ্নের খুব কাছে এসে রাত্রি
ভোর এনে ভাঙায় যে ঘুম
ছুয়ে ওম হয়না কিছু ছোয়া
খালি পেটেই পালায় কুটুম!
অভিমান ছিল, আরো কষ্টের
বলিরেখা ছিল কী শানানো?
মুছে যাবে এই দাগ ভাবিনি
মিছেমিছি কেন গল্প বানানো?
শিশিরের দাগ মুছে রোদে
তপ্ত কত হবে বুকের ক্ষত?
পালিয়ে দুঃখ ঢাকে যে কুটুমে
তার জমা কষ্ট কী আমার মত?