তোমার শহর আমার শহর মিলে
কয়পুরুষের তুমিই বলো বাস?
খুঁজতে গিয়ে সবাই বলে দিলে
বাঁধছে বাসা কত সিসার শ্বাস!
এই শহরে কানা গলির জমিন
মাঝে মাঝে অচেনা ভুল করে,
সেই খেসারত তুলতে যত ঋন
ঘাটের মানুষ কেমন বাটে পড়ে?
গন্ধ আসে, দ্বন্দ্বে পড়ে লোকে
মানুষ একি ডাকাত রূপে দেখি,
ভাল বলব? কেন বলবো ওকে?
ভিতর পুরো ষোল আনাই মেকি।