রাত্রি পাবি দিন ও পাবি
ছন্দে মেতে ক্ষণ হারাবি
হুশ হবে না দেখে,
তাকিয়ে থেকে ভুলে যে
ঢুস পাবি সে ভুত সেজে
নিজেই যাবি বেকে!
হুশ হবে না দেখে?
কার দোষে এই বিচারে
ভুল বলাবি যারে যারে
সময় ভুলে গেলে,
মটকাতে ঘাড় এসে যে
তোর মতনই সে তেজে
পায়ের নিচে ফেলে!
একটু বাগে পেলে।