শনশনিয়ে বাতাসে দিন আজ মজে শিরিষ বনে
চুপটি করে ঘরকে বাহির হঠাৎ অকারণে
এসে দেখি আমি শুধু একলা মোটেও নই
আমায় পেয়ে সবার সে কি দারুণ হইচই
এসব নিয়ে ভাবছি মনে হচ্ছে না তো ভুল
আমার মত সবাই কী রে পালালো ইস্কুল?
শালিক এল ময়না প্যাচা শ্যামা দলের বুটি
কিচিরমিচির করে সবাই বলে ছুটি ছুটি!
দাদুর বকা উধাও বনে বাতাসে শনশন
আমরা তখন সবাই মিলে বনের সাধারণ।
বলল সবাই এ বনে সব হোক প্রকৃতির পাঠ
এমন আসর সবাই মিলে করবো জমজমাট।
বলতে আসে ময়না যখন টিয়া হেসে কুটি
অন্যরা সব কিচিরমিচির চেঁচিয়ে বলে ছুটি।