কুয়াশা মাখানো শিমুল কুড়ি ডেকে
বলেছে বাড়িতে শীত বসেছে জেকে
টুপটাপ ঝরে বলছে কী শিশির কনা?
কুয়াশার ভোরে কেন তার এতো বন্দনা?