বদলে রঙ ভাবতে পারিস
তোর মতো কেউ শুদ্ধ না
করছে ফলো কে যে কখন
সবাই তো আর বুদ্ধ না!
দুচোখ রেখে অন্য দেখায়
দেখার মানুষ অল্প নেই
ভন্ড নেতার সংবাদে লয়
ঝামা ঘষার গল্পতেই!
তাতেই খুশি আমজনতা
আরও খুশির ভান করে
একটু কষে থাপ্পড় মারার
মানুষ গুলোই গান করে!