টুপটুপ শব্দের শনশন সুর
নিশ্চুপ সময়ে যায় বহুদূর
যায় বহুদূর ঐ নীল আকাশে
একঝাঁক পাখিদের মেঘ পাখাসে
বাতাসের সাথে ছোট দুদণ্ড ভার
শনশনশন বেজে রাত্রি কাবার!