কার কিসে নাম কার কিসে দাম এসব খবর যত
খুঁজে খুঁজেও পাচ্ছিনে ভাই খুঁজবো আমি কতো?
পড়তে পড়তে হয়রানি হই বইতো কাছে নেই!
পাড়ার লোকে দুষ্টু বলে ঘরের ছেলেকেই!
ব্যস্ত ভীষণ কাজতো ভীষণ বেড়ে গেছে দেদার
কাজের চাপে থাকলে বসে হও কেন যে বেজার?
গোমড়ামুখো বলোতো তাই হাসির ছবি আঁকি
খেলাধুলায় মগ্ন আমি ফোনে ব্যস্ত থাকি!!
এসব গেমে নেম হয়েছে শেম পেয়োনা মোটে
যা চেয়েছি যা পেয়েছি চেয়েই দেখো ভোটে!!