সেই পুরোনো ছোট্ট গাঁয়ে
অনেক দিনের শেষে
তোমার আমার ছোট্ট বেলা
খুঁজছি ভালবেসে।
যে পথে দিন কাটত খেলায়
ধুলোমাখা অবহেলায়
যতই খুঁজি পাইনাতো আর
বনভোজনের সাথী
একটা দোয়েল ফুড়ুত করে
জানায় মাতামাতি।
দুপুর রোদে গাছের ছায়া
জটলাগুলো কই
খুঁজতে গিয়ে আগের মতো
আনমনা যে হই।
কানামাছি খেলার মাঠ
ঘর পেয়েছে খুব বিরাট
ঘরের বাহির আজ যত সে
দস্যিছেলের দল
আয় না আবার নতুন করে
খেলতে যাই চল।