আকাশের ওপারে পাবো
এখানে না হোক,
তুমি শুধু সাক্ষ্য দিও প্রিয়
আমি সেই লোক।।
আমিও গিয়েছি জেনে
কষ্ট কী তুমি হারানোর
কুরে কুরে খেয়ে শেষ
ব্যথাতুর বুকের পাজোর।।
এখন আমাকে দেখো
উপদ্রুত পাহাড়ের ধার,
মনে হয় ফিরে আর
দেখা যদি নাপাই তোমার?
অনুযোগ, ক্ষোভ নেই আর
এই আশাটুকু সত্য হোক,
তুমি শুধু সাক্ষ্য দিও প্রিয়
আমি সেই লোক।।