বাড়িয়ে তোরা গল্প বলিস
গল্প কী আর মিথ‍্যা না?
এসব নিয়ে মাতিয়ে চলিস
পাস খুঁজে সৎ কিছছাটা?

কিসের এতো ফুসুর ফাসুর?
ফাঁস হলে কী করবি রে?
বাগে পেলে পাগলা দাসুর
এই জনগণ ফেলবে ছিড়ে।

মায়া কান্না টমির রান্না
পলায়নে আটে ফন্দি কে?
এসব গল্প বলছি আর না
শ্লোগান চালাও দিকে দিকে।

স্বৈরাচার যে কঠিন ছিলো
পালিয়ে হলো নরম খুব
দেশের মানুষ কেমন দিলো?
আর কতকাল থাকবে বেকুব?