পথ ভুলে ইস্কুল
পাখিদের বাসাতে
যদি পাই একটা
আছি তাই আশাতে

ঘুরেফিরে কিচকিচ
ডাকে পাখি আহারে
বুলবুল যেন ফুল
নাচে কী বাহারে!

পথ ভুলে ইস্কুল
ভারি লাগে মুক্ত
বাসা খালি হাততালি
ভারি এক সুখতো!


এই সুখে খোকা খুকি
যেই নেচে উঠবে,
চাঁদ মামা আকাশে
আলো নিয়ে ফুটবে।