এই ঘোর কেটে ভোর আসবেতো শীঘ্রই,
ভীরুদের রাত হয় অতি বড় দীর্ঘই!
এই নিয়ে কত কথা যুগে যুগে রটনা,
সব কাজে বাঁধা হয় আজগুবী ঘটনা।
তিল বেড়ে তাল হবে, তাল ছেটে বেল,
শেষমেশ হবে কেউ আস্তো আতেল!
এরা এতো বেশি এতো বেশি বুঝবে!
ভীরুদের দল ভারি হতে যুজবে।
মিছিলের সামনে সাহসী মুখ যতো
মুক্তির স্বপ্নে মনে মনে দেয় ব্রত।
এই ব্রত মুক্তির বলবে কে জেদ করে?
মুক্তির সূর্য উঠে যাবে ভেদ করে।
হিংসায় জ্বলে শেষ একদল বোকারা
একসাথে ভোর দেখি সাহসী পোকারা।
কীট যতো এভাবে হয়ে যাবে ধ্বংস
ইতিহাসে এইভাবে হতে হয় অংশ।
ছন্দ: মাত্রাবৃত্ত (প্রতি চরণে মাত্রা ১২)