তপ্ত রোদের নেই ঠিকানা
আকাশে মেঘ শাদা
রপ্ত করে ওড়ায় ডানা
ছিন্ন করে বাঁধা,
এই পাখি দল বেঁধে
গানে বেড়ায় সেধে।

ওদের দেখে দুষ্টু ছেলে
ফন্দি আটে ফাদে
এই চরে সব মত্ত তখন
বিরাট অপরাধে।
কিশোর বেলা এই দুপুরে
দুষ্টুরা সুখ পায় কী ঘুরে?