লেগেছে দারুণ রংধনু খুন
ভেসে আসা মেঘে মেঘে
কী আবেগে গিয়েছে ভেগে
একদল মৌমাছি গুনগুন!
টুপটাপ এই শব্দ শুনি যত
জারুল পাতায় কান্না ভারি
ছুটে গিয়ে তোমাদের বাড়ি
দেখি চোখে জিঞ্জাসা কত!
এই উপত্যাকা কাপ্তাই ছেড়ে
বসত গিয়েছে চোখের জলে
শুধু তুমি তাই দেখোনি বলে
কষ্ট বুনে যুগযুগ উঠি বেড়ে।