প্রভাতি ট্রেনের পাশে দাড়িয়ে স্টেশনে
পাশে যেন পুরো চট্টগ্রাম!
হট্টগোলে, হুইসিল শানানো শব্দের ভীড়ে
রোজ তুমি হারিয়ে যাও
এভাবেই পঁচিশ বছর
চন্দ্রনাথ পাহাড়ের দেশ
মুহূর্তে নাই হয়ে যায়
মাঝখানে অন্ধ নদী, ক্লান্ত জল,
বিভাজিত মোহনায় দেশ
ওপারে তুমি!
শুধু তুমি আমৃত্যু হুইসিল শানানো শব্দের ভীড়।
ভীড় করে রাখো আমৃত্যু এক ব্যথিত প্রতিধ্বনি।