এই শীতেই লাগতে পারে
রোদের বেচাকেনা,
হাটবাজারের উঠলে কথা
কুয়াশা কয় দেনা।

হাত বাড়িয়ে কয় বুড়িমা
কাঁপছিরে কনকন,
ও শহুরে বাবুরে এই
শীতেরে চাই লন।

শহুরে লোক শীত বোঝেনা
উল্টো শীতে টানে
ও শহুরে বাবুরে এই
শীতে কিছু জানে?