এই রোদ্দুরে বাহির হবো
সুযোগ মেলে নাকি?
চোখে চোখে মায়ের নজর
গোপন করে রাখি!

দুপুরে ঘুম ভান করা যে
ভাল্লাগেনা রোজ
লুকিয়ে থাকা পাখির বাসা
কেউ যদি পায় খোঁজ?

কেউ ইশারায় ডাকছে যে
লুকিয়ে কেউ দূরে,
একসাথে যে দলবেঁধেছি
বনে ঘুরে ঘুরে।