রাত্রির নিলাম তুলে লাভ কী প্রলয়?
শকুনির পেটে দেখো তোমার হৃদয়।
হিমায়িত ঘুমটুকু জানবে কী ভুল?
খোঁচাখুঁচি মাঝখানে বাঁধাবে তুমুল।
আমি আর তুমি তবু অচেনা পথিক
টিকটিকি তাল দিয়ে বলে সব ঠিক।
আটকানো গলাতে আদমী গন্ধম
দোহাই দিয়ে শুধু ঠেকায় সঙ্গম?
রাত্রির নিলাম চলে যে আবেগে
লাভ কী এই নিয়ে অযথা জেগে?