পুঁচকে বাবুর কম্ম এমন
ভাবলে ওঠে কপালে চোখ!
পাকা কথার ফুলঝুরিতে
গিলতে যে হয় গলায় ঢোক।
সুযোগ পেলে চেঁচিয়ে জানায়
বাড়ির সব তারই হোক,
অন্য কথায় কেঁদে কেটে
মাথায় তোলে বাড়ির লোক।
এই যে এত রাজাগিরি
কথার এত বাড়তি ঝোঁক,
চুন থেকে পান খসলে কেঁদে
উথলে ওঠে রাজ্য শোক।