1)
ডিসেম্বর পেরিয়ে যখন প্রথম দিনে
কেমন কান্না ছিল সে বিজয়ে?
পতাকা তুলে কার কান্না থামাতে
দেখেছে কোন নিচু চোখ ভয়ে?


2) আগুনের ফুলকি

আগুনের ফুলকিরা জ্বলে যায় ফাতরায়
জনপদে লোক শীতে কতটুকু কাতরায়
কষ্ট  কী বুঝা যায় শুয়ে শুয়ে তোষকে?
একথা বলে কোন লাভ আছে শোষকে?
ঝেড়ে গলা হুংকারে হবে কত দায় শোধ
মিছিলের অগ্রেই এসে গড়ো প্রতিরোধ।
শ্লোগানের ভাষাতেই মুক্তির বার্তায়
জনতার ইতিহাস ভরপুর বাংলায়।